বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় মৃতঃ মুনসুর শিকদারের পুত্র এবারাত শিকদার(৬০) ও তার কন্যা সম্মান ২য় বর্ষের ছাত্রী শাকিলা আক্তার (২১) গুরুতর জখম হয়। স্থানীয় সুত্রে জানাযায় এবারাত শিকদারের সঙ্গে তার আপন ছোট ভাই আসাদ শিকদার(৪০) এবং ভগ্নিপতি ইদ্রিস শেখ (৪০) গং দের দীর্ঘ দিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত বৃহঃপতি বার সকালে পূর্ব পরিকল্পনা মোতাবেক আসাদ, ইদ্রিস তার স্ত্রী নাজমা(৩০), আসাদের স্ত্রী ডালিয়া বেগম(২৭) ধরালো দা,লাঠি সেটা নিয়ে এবারাতের উপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীদের দায়ের কোপ এবারাতের কানে লেগে কেটে যায় এবং ডান পায়ে কোপ লেগে মারাতœক জখম হয়। তার ডাক চিৎকারে কন্যা শাকিলা আক্তার পিতাকে বাচাতে এলে সন্ত্রাসীরা তাকেও মারপিঠ করে এবং শ্লীলতা হানী ঘটায়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এবারাত শিকদার বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় (মামলা নং ১৭তাং ২৩/০৯/২১)বাংলাদেশ দন্ডবিধি ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩৫৪/৫০৬ধারায় একটি মামলা দায়ের করেছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম. আজিজুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক গতকাল সন্ধায় এস. আই কামরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স কান্দাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ১নং আসামী আসাদ শিকদার কে গ্রেফতার করে।