বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বি.কেমান্দ্রা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত শনিবার সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগিত পাঠের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। পরে মাদ্রাসার হল রুমে মুক্তিযুদ্ধের পটভূমি বিষয়ক এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সুপারিনটেনডেন্ট মাও. মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউ.পি সদস্য মোঃ হাবিবুর রহমান, সমাজ সেবক মোঃ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক মোঃ জগলুরর হমান প্রমুখ। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।