বাগেরহাট প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধনের পরপরই গতকাল রবিবার বেলা ১১ টায় বাগেরহাট সদর উপজেলার ৮৮টিসহ জেলায় ৪৩৪ টি পরিবার কে জমিসহ বসতঘর দেয়া হয়েছে। জমির দলিল ও মালিকানার কাগজপত্র স্ব স্ব পরিবার কে হস্তান্তর করা হয়। জেলা শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সদর উপজেলা পরিষদ ও প্রশাসন বরাদ্দ পাওয়া প্রতিটা ভুমিহীন পরিবার কে বিনামুল্যে এ বসতঘর প্রদান করেন। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিব বর্ষের উপহার হিসাবে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ ঘর প্রদান করেছেন। যা আওয়ামী লীগর নির্বাচনি ইশতেহার ছিল এবং একজন মানুষের মৌলিক অধিকার। তাই আপনার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মোদ মোছাব্বেরুল ইসলাম বলেন, ভুমিহীনদের জন্য বরাদ্দ দেয়া এ ঘর নির্মানে শতভাগ স্বচ্ছতা রেখে উপজেলা প্রকৌশলী, সহকারি কমিশনার ভুমিসহ প্রতিটা ইউপি চেয়ারম্যানরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ” আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগান নিয়ে ভুমিহীন ও গৃহহীন ক- শ্রেনীর পরিবার পূনবার্সন কার্য্যক্রম ২য় পর্যায়ে বাগেরহাট জেলায় মোট ৬৪৫ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। যার মধ্যে ৪৩৪ টির নির্মান কাজ যথাসময়ে সম্পন্ন হয় । বাকী ২২২ টি ঘরের র্নিমান কাজ চলমান।