বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেলেন ৬৬২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে সরাসরি ভার্চুয়ালী যুক্ত হয়ে সারাদেশের ন্যায় বাগেরহাট জেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাগেরহাট জেলার জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এদিন জেলার চিতলমারি উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ৩য় পর্যায়ে বাগেরহাট জেলায় মোট ১ হাজার ৯২ টি পরিবার কে জমিসহ পাকা ঘর নির্মান করে দেওয়ার বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে ৬৬২ টি ঘর নির্মান কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৭০, কচুয়া ২৩, রামপালে ৬০, মোংলায় ১৪৫, মোল্লাহাটে ৭০, চিতলমারী ২৮, ফকিরহাটে ৮০, মোরেলগঞ্জে ১৮১ এবং শরণখোলা উপজেলায় ৫টি ঘর রয়েছে। নির্মান হওয়া ঘরগুলির দলিল ও ঘরের চাবী মঙ্গলবার হস্তান্তর করা হয়েছে।