ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো জাহিদ হাসান শুভ ও তার ফুফাতো ভাই মো. ওমর।শুভ উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের সৌদি প্রবাসী জিয়াউর রহমানের ছেলে এবং ওমর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নোয়াগ্রামের বাহাউদ্দিন মিয়ার ছেলে। তারা দুইজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে বর্ষার নতুন পানিতে খেলার সময় স্থানীয় মরদাঙ্গির খালে অথৈ পানিতে তলিয়ে যায় দুই শিশু। তারা সাঁতার জানতো না। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের কণ্ঠকে জানান, ভুরভুরিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে কেউ আমাদের বিষয়টি জানায়নি বলে কোন ময়না তদন্ত এবং অপমৃত্যুর মামলা হয়নি। থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলেও তিনি জানান।