সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পীডবোট ও মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ধারী ১ ব্যক্তি নিহত ও অপর ৮ জন আহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দড়িয়া দৌলত ইউনিয়নের মরিচাকান্দি এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন যাত্রী নিখোঁজ রয়েছেন। হতাহতরা সকলেই স্পীডবোর্ড যাত্রী বলে নিশ্চিত করেছেন পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী স্পীডবোর্ড বাঞ্ছারামপুরের মরিচাকান্দি আসার পথে মেঘনা নদীতে অবস্থানরত একটি মাছ ধরা ডিঙ্গী নৌকার সাথে ধাক্কা লাগে। এসময় স্পীডবোটটি মেঘনা নদীতে উল্টে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় স্পিডবোটের এক যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৮ জন। দুর্ঘটনার পর থেকে অপর একজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি। ওসি আরো জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি নরসিংদী জেলায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের কারো অবস্থা সংকটাপন্ন নয় বলে নিশ্চিত করেন তিনি। অপরদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধ্যানে স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে জানান ওসি।