টঙ্গ, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ করা হয়। গত শুক্রবার বিকেলে কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দি অনুষ্ঠিত হয়। এ সময় গভর্নিং বডি সভাপতি ভাষা সৈনিক মো আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক মো আনিসুর রহমান, উপ পুলিশ কমিশনার ইলতুৎ মিশ,টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো রফিকুল ইসলাম, কাউন্সিল মো নাসির উদ্দীন মোল্লা, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে কোমলপ্রাণ নবাগত ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।