বালিয়াকান্দি, রাজবাড়ী প্রতিনিধি
জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী জুলফিকার সিদ্দিকীয়া ওয়াজেদিয়া আলীম মাদ্রাসার পরিচালনা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষনা করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য প্রার্থী আব্দুল জব্বার জানান বড় হিজলী গ্রামের হাবিব সরদারের মেয়ে হাবিবাকে নিয়ম বহিভ‚ত ভাবে ভর্তি করে। হাবিবার পিতা হাবিব সরদার প্রার্থী হলে তাহার বিরুদ্ধে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রশ্নবৃদ্ধ নির্বাচন স্থগিত করে। এ ঘটনার পরপরই উক্ত মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী রুপা খাতুনের ব্যাগ তল্লাসী করে স্মার্ট ফোন উদ্ধার করতে গেলে সহকারী শিক্ষক আব্দুল আওয়ালের বিরুদ্ধে মাদ্রাসার একটি পক্ষ ছাত্রীর শীলতাহানীর অভিযোগ এনে একটি অভিযোগ পত্র প্রেরন করলে মাদ্রাসার ছাত্র – ছাত্রী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে আলীম মাদ্রাসার ছাত্র ছাত্রীরা মাদ্রাসা চত্বরে এ ঘটনার প্রতিবাদ স্বরুপ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ঘটনা স্থলে মাদ্রাসার অধ্যক্ষ আ,ফ,ম আয়াতুল ইসলাম উপস্থিত হয়ে ছাত্র – ছাত্রীদেরকে উপরোক্ত ঘটনার সুষ্ঠ তদন্তের আশ্বাস দেন এবং শ্রেনী কক্ষে প্রবেশ করে অধ্যায়ন করার আদেশ দেন। এ ঘটনার পরপর ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করে নিজ নিজ বাসায় ফিরে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল আওয়ালকে প্রশ্ন করা হলে তিনি জানান ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটি চক্র মাদ্রাসার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।