হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে গত ১১ জুলাই পুটিজুরী এলাকার মৃত মোজাম্মিল হোসেন ময়না মিয়ার ছেলে শাহ জাকারিয়া হোসেন ফয়সলকে পুকুরের সীমানা নিয়ে সালিশি মিমাংসার পর কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এতে, বাদী হয়ে ফয়সল মিয়ার ছোট ভাই শাহ মিল্লাত হোসেন ফারহান বাদী হয়ে ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত মামলা ৪ নং আসামি আপ্তাব উদ্দিন’কে এলাকার লোকজন ধরিয়ে দেয় পুলিশের হাতে, আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করলেও নিহতের পরিবারের মতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় নি। এতে অসন্তুষ্ট প্রকাশ করেছেন নিহতের পরিবার। নিহতের ছোট ভাই শাহ ফারহান জানান, পুলিশের কাছে গেলে তারা বলে মামলা পিবি আইয়ে চলে গেছে, পিবি আইয়ে গেলে তারা বলে মামলা আসে নি। এছাড়াও তাদের বাড়িঘরে থাকা মহিলারা আমাদের বিভিন্ন ধরনের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন। তাদের এই লুকোচুরিতে হতাশ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন আমার মা ও অন্তঃসত্ত¡া ভাবী। আমরা এ ব্যাপারে সরকারের নিকট সাহায্য কামনা করি। এ মামলার তদন্তকারী কর্মকর্তা বাহুবল থানার এসআই নাজমুল ইসলাম জানান, আমি শুনেছি মামলা পিবি আইয়ে চলে গেছে। মামলার বাকি আসামিদের ধরতে তারা চেষ্টা চালাচ্ছেন।