খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শাহীন মুন্সীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে তাকে পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়া এলাকার তার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং একই ওয়ার্ডের মো. ছিদ্দিকুর রহমান মুন্সীর ছেলে এবং উপজেলা জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) সদস্য।
ভাণ্ডারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জিয়াউদ্দীন জানান, মো. শাহীন মুন্সীকে ইকড়ি বিএনপি অফিস ভাঙচুর মামলায় (সন্দেহভাজন) আসামী হিসেবে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগষ্ট ভাণ্ডারিয়া উপজেলা ইকড়ি বিএনপি অফিস ভাঙচুর করে আওয়ামী নেতৃত্বাধীন একদল দুর্বৃত্ত। ওই মামলায় চিহ্নিত আসামী ছাড়াও অজ্ঞাতনামা আসামী রয়েছে। ওই অজ্ঞাতনামা আসামীর মধ্যে শাহীন মুন্সীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।