নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ বলেছেন, গণতান্ত্রিক দেশে সকলের রাজনীতি করা অধিকার রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু রাজনীতির নামে কেউ বিশৃঙ্খলা সৃস্টি করলে ছাড়া দেয়া হবে না। আগামী ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াত সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে। তিনি সারাদেশের আ.লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের তিনি সজাগ থাকার পরামর্শ দেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর যখন দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এরা আন্দোলনের নামে পূর্বের মতো দেশের সম্পদ ধ্বংস করার পায়তারা চালাচ্ছে।
বিগত দিনগুলোতে রাজনীতির নামে এই বিএনপি-জামায়াত বোমা মেরে মানুষ হত্যা করেছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজারে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাতে স্থানীয় আ.লীগ ও তার সহযোগী সংগঠন এর আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ প্রতিবাদ সভায় স্থানীয় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ সভাপতি লাভলু তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেল, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মেহেদী হাসান মেরিন, ইউপি সদস্যা বিউটি আক্তার, শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম শাহিন খান, যুবলীগ নেতা পেরু মিয়া, হিরু মিয়া, আবু জিহাদ, মো. জুয়েল হোসেন, প্রদীপ সিংহ প্রমূখ। এ প্রতিবাদ সভায় বিভিন্নস্থরের শহ¯্রাধীক লোক অংশ গ্রহণ করেন।