সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ব্যক্তি মালিকানা দাবি করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে খাল ভরাট করছে। গত ০২ জানুয়ারি ২০২৩ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. নাসির উদ্দিন খালের পাড়ে থাকা (ক্রয়সূত্রে মালিক) ২১ শতক, ২৩ শতক ও সাড়ে ১০ শতাংশ জায়গা অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করেছে।
যদিও মো. নাসির উদ্দিন দাবি করছে পুরো জায়গা তার কেনা। মো. নাসির উদ্দিন বলেন, এখানে ৫৪ শতাংশ জায়গা আমার। এখানে কোন খাস জায়গা নেই বা খালের কোন জায়গা নেই। এলাকাবাসী বলছে এখানে বড় একটি খাল ছিল। বর্ষার সময় এ খাল দিয়ে যাত্রীবাহী ও মালবোঝাই নৌকা যাতায়াত করতো। অন্যদিকে ড্রেজার মালিক বলছেন আমাদের ভরাট প্রায় শেষ।
ভূমি অফিস থেকে সরকারি লোক এসে বাঁধা দিলে আমরা বাকি কাজটুকু বন্ধু রাখি। আপনার ড্রেজার ব্যবসার অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সারা বাংলাদেশে ড্রেজার ব্যবসায়ীদের কাগজ থাকলে আমারও আছে, সবার না থাকলে আমারও নাই। উপজেলার নূরপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এসএম রাসেল মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে তাদেরকে মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছি। তাদের জায়গার সকল কাগজপত্র নিয়ে অফিসে আসার কথা বলেছি। গতকাল মালিকপক্ষ নিজস্ব আমিন দিয়ে জায়গা মেপেছে।
কিন্তু মাপা সঠিক নয় তাই আমরা সরকারি আমিনের মাধ্যমে মেপে পুনরায় জায়গাটি নির্ধারণ করবো। উপজেলা ভূমি কর্মকর্তা মো. মেহেদী হাসান শাওন বলেন, আপাতত জায়গা ভরাট বন্ধ রয়েছে। আমরা আমাদের সার্ভেয়ার দিয়ে মেপে যদি খাল ভরাট পাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং খালে ফেলা বালু উত্তোলন করাবো। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমার জানা আছে। আমি আমাদের উপজেলা ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি বিষয়টি তদারকি করে সঠিক তথ্য দেয়ার জন্য। সঠিক তথ্য পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।