অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জের ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংবাদিক ও তরুণ লেখক সোহানুর রহমান সোহান জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভি ভৈরব প্রতিনিধি হিসেব নিয়োগ প্রাপ্ত হয়েছেন। ইতিমধ্য তিনি বিজয় টিভির মানবসম্পদ বিভাগ হতে নিয়োগপত্র ও কার্ড গ্রহণ করেছেন।
সাংবাদিক সোহানুর রহমান সোহান ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের জমির উদ্দিন মুন্সি বাড়ির কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক ও রাজনীতিবিদ বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম.আর.সোহেল ও রহিমা বেগম দম্পতির একমাত্র পুত্র। তিনি ২০১৪সালে ভৈরব থেকে প্রকাশিত সরকারি মিডিয়ায় তালিকাভূক্ত একমাত্র দৈনিক গৃহকোণ পত্রিকায় সিনিয়র ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমান ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ভৈরব প্রতিনিধি, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রকাশিত দৈনিক খবরদিনভর ও জনদর্পন পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসাবে সুনামের সহিত কাজ করছেন। তিনি ভৈরব উপজেলার বর্তমান সময়ের সবচেয়ে তারুন্যের প্রতিবাদী সাংবাদিক হিসেবে পরিচিত।
এ ছাড়া তিনি ঐতিহ্যবাহী ভৈরব হাজী আসমত কলেজ শাখা মানবিক বিভাগ ক্লাস কমিটির সভাপতি এবং ভৈরব সাহিত্যের জয়োগান সংগঠনের সদস্য সচিব। সাংবাদিক ও তরুণ লেখক সোহানুর রহমান সোহান বিজয় টিভির ভৈরব প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাকে বিভিন্ন সামাজিক সাংস্কতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।