জাফর ইকবাল, পাথরঘাটা বরগুনা
ঢাকায় জেনারেল আর্ট পাবলিসিটি ও জেনারেল ডেইলি ডেইরি ফার্ম নামে একটি যৌথ সংস্থায় চাকরির নামে বেতন-ভাতার টাকা না দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। বেতনের দুই লাখ ৫৪ হাজার টাকা ও চিকিৎসা বাবদ এক লাখ ২০ হাজার টাকা নাদেওয়ার অভিযোগ যৌথ সংস্থার স্বত্বাধিকারী ও জামাত নেতা কবির হোসেনের বিরুদ্ধে । এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেছেন ওই সংস্থার কর্মচারী মো. ইলিয়াছ। মো. ইলিয়াছ (২৩) বরগুনার পাথরঘাটা উপজেলার বড় টেংরা গ্রামের আবদুল মজিদ মুন্সির ছেলে ও জেনারেল আট পাবলিসিটি সংস্থার মার্কেটিং ম্যানেজার পদে ছিলেন। লিখিত সংবাদ সম্মেলনে মো. ইলিয়াছ বলেন, ঢাকার জেনারেল আট পাবলিসিটি নামে উল্লেখিত বিজ্ঞাপনী সংস্থায় আমি গত জানুয়ারি ২০১৯ থেকে জুলাই ২০২১ পর্যন্ত মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছি। এতে বেতন-ভাতা বাবদ দুই লাখ ৫৪ হাজার ও চিকিৎসা বাবদ এক লাখ ২০ হাজার টাকা বকেয়া রয়েছে। এছাড়াও বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ল²ীপুর গ্রামে আমার মায়ের নামের ৪ শতক জমি প্রতারণা করে দখলে নিয়েছেন। ওই জমিসহ বেতন-ভাতা ও চিকিৎসার টাকা চাইতে গেলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন কবির হোসেন ও তার লোকজন। মোঃ ইলিয়াছ আরও বলেন, বামনার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জেনারেল ডেইলি ডেইরি ফার্ম দেখাশোনার কাজে আমাকে একটি মোটরসাইকেল কিস্তিতে ক্রয় করি। এ সময় আমার জাতীয় পরিচয়পত্র না থাকায় মালিক কবির হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করি। যাতে এখন হীতে বিপরীত হয়ে ওই মোটরসাইকেলটিও তিনি এখন উল্টো দাবি করছেন। যা কর্মচারীর সঙ্গে মালিকের অনৈতিক ও প্রতারণা।