ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩০ পিছ ইয়াবা ও ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার চলমান দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ ( তদন্ত) মো. ফয়সাল আহমেদ এর নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে এস আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ এস আই আল-আমিন ও আব্দুল ওয়াদুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে সিঙ্গার বিল ইউনিয়নের নয়াবাদী গ্রামের মৃত হানিয় মিয়ার ছেলে মো. কাউছার মিয়া (৩৫) কে ৭৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে এস আই নুরুল ইসলামের নেতৃত্বে এএস আই নাজমুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মো. মেরাজ মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৫০) কে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। অন্য এক অভিযানে এস আই জুয়েল রানা ভূইয়ার নেতৃত্বে এস আই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের আইয়ুব খার ছেলে মো. শামীম খাঁ (২৮) ও একই ইউনিয়নের লক্ষ্মিমোড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে তোহরা বেগম কাজল (৩২)কে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিজয়নগর থানার তদন্ত কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩০ পিছ ইয়াবা ও ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।