ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার নারীর ক্ষমতায়ন ও জনসচেতনতামূলক উঠান বেঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ জুন) বেলা সাড়ে ১২ টায় উপজেলার হরষপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড নিদারাবাদ গ্রামে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে ২৫ জন নারীর উপস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি মেনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা তথ্য আপা অফিস কর্তৃক আয়োজনে উঠান বৈঠকে উপজেলা তথ্যকেন্দ্র তথ্যসেবা কর্মকর্তা মেহের নওরীন খান। শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্মনিবন্ধন, শিক্ষা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেংগু প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), তথ্যসেবা সহকারী সুস্মিতা সরকার প্রমুখ।