যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। কেবলমাত্র বাকি আছে রিটার্নিং অফিসারের অফিসিয়াল ঘোষণা। নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরা হচ্ছেন আওয়ামী লীগের মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাতীয়পার্টির মুফতি নুরুল আমিন ও স্বতন্ত্র আব্দুর রহমান মৃধা কাকন। এরমধ্যে বাছাইতে বাদ পড়েন কাকন। টিকে ছিলেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও মুফতি নুরুল আমিন। সর্বশেষ, রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয়পার্টির মুফতি নুরুল আমিন। ফলে, চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে রয়েছেন মোস্তফা ফরিদ আহমেদ।
এখন শুধুমাত্র ঘোষণামাত্র। এদিকে, যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ার পথে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় মণিহার কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিকলীগ এ সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি জবেদ উদ্দিন। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীনে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক পৌরমেয়র কামরুজ্জামান চুন্নু ও জেলা আওয়ামীলীগ নেতা কাজী আবদুস সবুর হেলাল।
প্রধান বক্তার বক্তৃতা করেন সংবর্ধিত মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর নওশাদ পল্লব, শ্রমিক নেতা হারুন অর রশিদ ফুল প্রমুখ। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, সমির ইসলাম পিয়াস, জেলা পরিষদের সদস্য হাজেরা পারভীন, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু, সাইদুর রহমান রিপন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা মিমি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, জেলা শ্রমিক লীগের সহসভাপতি আজিজুল আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন মাহমুদ, আনিচুর রহমান বিপুলসহ বিভিন্ন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ।