পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে ঐতিহ্যবাহী শ্রীরাকাঠী বন্দরের প্রবেশ মুখে কালর্ভাটের বেহাল দশার কারনে দূর্ভোগে পড়েছে পথচারী ও বন্দর ব্যবসায়ীরা। বাজারে সংযোগ কালর্ভাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে জোড়াতালি দিয়ে প্রতিনিয়ত এ ভাঙ্গা কালর্ভাটের উপর দিয়ে চলাচল করছে বন্দরে আসা কয়েক হাজার ক্রেতা বিক্রেতা, শত শত ভ্যান, রিক্সা, মালবাহী যানবাহন। বাজার ব্যবসায়ীরা জানান, এ বন্দরে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনা-কাটা করার জন্য আসে। মালবাহী যানবাহন বাজারে ঢুকতে না পাড়ায় আমাদের বিকল্প পথে মাল দোকানে আনতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভুক্তভোগীরা দ্রæত কালর্ভাটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিন দেখা গেছে, কালর্ভাটির বেশির ভাগই ভেঙে পড়েছে। লোহার ইস্পাত দিয়ে কোন রকমে একটু চলার উপযোগী করেছে। মালবাহী যানবাহন ঢুকতে পারে না। বাই সাইকেল, মটরসাইকেল অনেক কষ্টে চলাচল করতে পারে। ক্ষোভ প্রকাশ করে বাজার ব্যবসায়ী মাসুম হাওলাদার এবং নাঈম ফকির বলেন, এ ব্রিজ বিকল হওয়ার কারনে আমরা ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমরা চাই এখানে একটি মজবুত এবং টেকসই কালর্ভাট অতি দ্রæত সময় যেন নির্মান করা হয়। এবষিয় উপজেলা প্রকৌশলী নাজিরপুর এলজিইডি প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, কালর্ভাটি নতুন ভাবে নির্মান করার জন্য প্রক্রিয়া চলমান।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত