সুমন ভট্টাচার্য
২০/৫/২২ ইং তারিখ এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক জনাব তাহমিনা ইয়াসমিন এর নের্তৃত্বে বিভাগীয় স্টাফদের সহযোগিতায় কোতোয়ালী থানাধীন চরকালীবাড়ী এলাকা থেকে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রিত ১০০০০০ টাকাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক জনাব খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামীদের নাম ঠিকানা (১) ইলিয়াস কাদের বাবুল(৪৩) পিতাঃ মোঃ মিয়াজ উদ্দিন, (২) আনোয়ারা আক্তার রোজিনা(২৬) (রোহিঙ্গা নাগরিক) স্বামীঃ ইলিয়াস কাদের বাবুল, উভয়ের স্থায়ী সাং হরিদাসপুর, থানা ও জেলা নেত্রকোনা, উভয়ের হালসাং-চরকালীবাড়ী (হাবিবুল্লাহ ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া), থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। (৩) মোঃ শাহেদ(২২), (রোহিঙ্গা নাগরিক) পিতা মৃত আলী আহম্মেদ,
সাং নাই (ভাসমান) (৪) নজরুল ইসলাম(২৯), (রোহিঙ্গা নাগরিক), পিতা মৃত এরেনতাজ আলম, সাং নাই (ভাসমান) (৫) খালেদা আক্তার(৩৮) (রোহিঙ্গা নাগরিক), স্বামী নজরুল ইসলাম, সাং নাই (ভাসমান) (৬) মো তৈয়ব(২০) (রোহিঙ্গা নাগরিক) পিতা মো রফিক, সাং নাই (ভাসমান), (৭) মোঃ নাজমুল হুদা(২৫), পিতা শাহজাহান মড়ল, সাং চরকালীবাড়ী, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। আসামীরা দীর্ঘদিন যাবত অত্যন্ত সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।