বিনোদন ডেস্ক: বিবাহ-বিচ্ছেদের পরও সাবেক স্বামী রণবীর শোরের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। তাদের ১০ বছর বয়সী ছেলে হারুণকে কীভাবে বড় করছেন তারা, কীভাবেই বা একসঙ্গে নানা আলোচনা সেরে নিজেদের সন্তানের খেয়াল রাখেন, সেসব নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
২০১০ সালে চার হাত এক করেন রণবীর শোরে এবং কঙ্কনা সেন শর্মা। এক বছর পরই জন্ম নেয় ছেলে হারুণ। কিন্তু ২০১৫ থেকে আলাদা থাকতে শুরু করেন রণবীর ও কঙ্কনা। শেষপর্যন্ত গত বছর আইনত বিচ্ছেদের পথে হাটেন। তা সত্ত্বেও ছেলের দেখভালের ক্ষেত্রে একচুলও ঢিলেমি করেননি রণবীর। এমনটাই জানালেন কঙ্কনা।
এ প্রসঙ্গে বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্কনা আরও জানান, তারা দুজনে পরস্পরের সঙ্গে আলোচনা করে নিজেদের শুটিংয়ের ডেট ঠিক করেন। তাদের লক্ষ্য থাকে, কেউ একজন যেন ছেলে হারুণের সঙ্গে থাকতে পারেন। তিনি আরও জানান, ‘আবার কখনও যদি এমন হয় আমি আর হারুণের বাবা দুজনেই শুটিংয়ের সুবাদে শহরের বাইরে, তখন আমার মা কিংবা মামা এসে থাকেন তাদের নাতির সঙ্গে।
হারুণ যখন ছোট ছিল, তখন তাকে নিজের সঙ্গে করে নিয়ে যেতাম শুটিংয়ে। সাক্ষাৎকারের শেষ বেলায় সাবেক স্বামীর ব্যাপারে প্রশংসা শোনা যায় কঙ্কনার গলায়। অভিনেত্রীর কথায়, ‘হারুণের বাবা তার ছেলের প্রতিটি ব্যাপারে যেভাবে খেয়াল রাখে, তা অতুলনীয়।’