বিরল, দিনাজপুর প্রতিনিধি
বিরল উপজেলা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুর বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে বিরল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারন সম্পাদক রমাকান্ত রায়ের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিরল কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রোদ্ধাঞ্জলী অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, সহসভাপতি আলহাজ্ব আকতার হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিত কুমার বাবুল, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবুসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিরল উপজেলার ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিরল থানা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ সহিদুল ইসলাম দোয়া পরিচালনা করেন।