বিরল, দিনাজপুর প্রতিনিধি
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রনে আনতে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরল উপজেলার ১২ টি ইউনিয়নে গণটিকা দান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় গতকাল শনিবার সকালে অত্র ইউনিয়নের বৃহত্তর ১ নং ওয়ার্ডের মাধববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কেন্দ্রসহ উপজেলার ১২ টি ইউনিয়নে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোহাম্মদ মোকাদ্দেস, বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়, যুগ্নসাধারন সম্পাদক মোশারফ হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দগন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, সারাদেশের ন্যায় বিরলেও বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে গ্রামাঞ্চলে এই গণটিকাদান কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এই গণটিকাদান কার্যক্রম চালু করা হবে।