বিরল, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে প্রায় ৬৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ২ ব্যাক্তিকে আটক করেছে রংপুর র্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারী জেলার র্যাব সদস্যরা। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিরল থানায় একটি সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি ও আটক ২ ব্যাক্তিকে পুলিশের নিকট সোর্পদ করে। আটক ২ জন বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের আকটি গ্রামের মৃতঃ খেরাজ উদ্দীনের ছেলে তমিজ উদ্দীন ওরফে আবুল কালাম (৪০) এবং মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২১)। র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আকটি গ্রামের একটি ঘর থেকে ৬৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ওই বিষ্ণুমূর্তিটিসহ কালাম ও রফিকুলকে হাতে নাতে আটক করে। রংপুর র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর পুলিশ পরিদর্শক ডিএডি (পুলিশ) মোঃ সহিদ মিয়া বাদী হয়ে বিরল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা নং-১৪ দায়ের করেছেন। বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যাক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।