বিরল, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল বাজার মসজিদে তাবলীগ জামায়াতের নামে আসা জঙ্গী সন্দেহে আটক ১৭ জনের মধ্যে তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। অপর ১৪ জনকে মুচলিকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটকরা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধুপুর দলপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ওয়াহেদুজ্জামান (২৩), নীলফামারী জেলার সৈয়দপুর সদর থানার নতুনবাবু পাড়ার আব্দুস সামাদের ছেলে সজল ওরফে সাব্বির আহমেদ (২৯) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার নীজপাড়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২২) বলে জানা গেছে। থানা সুত্রে জানা গেছে, ‘ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজমের একটি ইউনিট গত বৃহস্পতিবার রাতে বিরল বাজার জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসা জঙ্গি সন্দেহে ১৭ জনকে বিরল থানার পুলিশের সহযোগিতায় আটক করে। তারা বিভিন্ন মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করছিল এমন তথ্য আগে থেকেই অ্যান্টি টেরোরিজমের কাছে ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ১৭ জনের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় মুচলিকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। অপর ৩ জনের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় বিরল থানায় একটি মামলা নং-১১, তাং-১৭/০৯/২০২১ ইং দায়ের করা হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, ‘ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজমের একটি ইউনিট গত বৃহস্পতিবার রাতে বিরল বাজার জামে মসজিদ থেকে জঙ্গী সন্দেহে ১৭ জনকে আটক করে। এদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় মুচলিকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় বিরল থানার এস আই নাজমুল হুদা বাদী হয়ে বাকী ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। আটক ৩ জনকে গতকাল আদালতের মাধ্যম্যে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।