বিরল, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করা হয়েছে। বিরল উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পক্ষ্যে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিরল থানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠন, বিরল প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করেন। পরে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া পরিচালনা করেন বিরল উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা এর সভাপতিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, যুবঋণের চেক বিতরন, রচনা/চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়।
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২
সংবাদ শিরোনাম
- অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা মহিলা ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন
- ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান
- সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
- ত্রিশালে ট্রাকের ধাক্কায় নিহত-২
- একদিন বাবা আরেকদিন মায়ের কাছে থাকবে জাপানি ছোট মেয়ে
- বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ল
- এলপিজির দাম আরও বাড়ল
- ১০০ কোটিতে বিক্রি হলো ‘পাঠান’