বিরল, দিনাজপুর প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের বিরলে দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পাচ্ছেন। এ নিয়ে বিরলের ৫৮৬ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোজার ঠাই পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ ২০ জুন সকাল সাড়ে ১০ টায় সারাদেশে ভুমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে সম্পাদিত কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান এবং গৃহ প্রদানের সার্টিফিকেট প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বিরল উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব পরিবারকে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘর ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে ও রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি। এসব সেমিপাকা ঘরে দুই কক্ষ বিশিষ্ট, একটি খোলা বারান্দা,একটি রান্না ঘর এবং একটি শৌচাগার আছে। এর বাইরে সামনে এবং পিছনের অংশে রাখা হয়েছে পর্যাপ্ত খোলা জায়গা। প্রথম পর্যায়ে বিরল উপজেলার ভূমিহীন ও গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র ৫৫৬ টি পরিবারকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া উপহার ‘জয়বাংলা পল্লী’ প্রদান করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পাচ্ছেন ৩০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে বিরল উপজেলায় ৫৮৬ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া এসব জয়বাংলা পল্লী নামক বাসস্থান মাথা গোজার ঠাই পাবেন। দারিদ্রমুক্ত, ক্ষুদামুক্ত সোনার বাংলাবিনির্মানে মুজিববর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০’ প্রনয়ন করা হয়েছে। তারই ধারা বাহিকতায় বিরলের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরি করা হয়।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
- স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমে এসএসসি ২০২৬ সালে
- টেকনাফে ৩ লাখ ইয়াবা ইয়াবা উদ্ধার
- নৌযানের প্রথম শ্রেণির মাস্টারশিপ পরীক্ষায় ৭১ জন উওীর্ণ
- গণঅধিকার পরিষদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ
- গড়গড়িয়া মাস্টারবাড়ী-বেড়াইদেরচাল-বেপারীবাড়ী-লিচু বাগান সড়কের বেহাল দশা
- তিতাসে শাহিনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- আশুলিয়ায় গাঁজাসহ গ্রেফতার ১