বিরল, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলা শাখা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা শাখা ও পৌর শাখা মহিলা দলের আয়োজনে গত মঙ্গলবার বিকেলে পৌর বিএনপির কার্যালয়ে পৌর মহিলা দলের সভাপতি জেবুননেছার সভাপতিত্বে ওই কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও প্রধান আলোচক হিসেব জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহিন সুলতানা বিউটি বক্তব্য রাখেন। এছাড়াও জেলা মহিলা দলের সহসভাতি বিলকিস বেগম, যুগ্নসাধারন সম্পাদক হাশমতুন নাহার শুভ্রা, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, দপ্তর সম্পাদক মোসায়রা বেগম, প্রচার সম্পাদক সুমি আরা (২),মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাসি আকতার হিরা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সায়েকা বেগম, মা ও শিশু বিষয়ক সম্পাদক সোহানা শামীম ময়না, বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ফারুকী, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্নআহবায়ক কোরবান আলী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহবাশক আশাদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক সুমন রেজা প্রমুখ বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা বিরল উপজেলা শাখা মহিলা দলের সভাপতি পদে জেবুন নেছা, সাধারন সম্পাদক পদে আছমা খাতন এবং সাংগঠনিক পদে রাজিনা বেগমের নাম ঘোষনা করেন। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে প্রধান অতিথি জানান।