বিরল, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে পুকুর থেকে ভাসমান এক যুবকের মাথা কাটা লাশ উদ্ধার করেছে বিরল থানার পুলিশ। তাঁকে হত্যা করে পুকুলে ফেলে দেয় দুবৃত্তরা। এ ঘটনায় তপু চন্দ্র শীল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। নিহত যুবক উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেষপুর নাপিতপাড়ার সন্তোষ চন্দ্র শীলের ছেলে শুভ চন্দ্র শীল (২৫) বলে জানা গেছে। লাশের সুরতহাল রির্পোট শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই লিটন চন্দ্র শীল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। বিরল থানার বিজোড়া ইউনিয়নের কাঞ্চন রেল স্টেশন হতে কাঞ্চন মোড়ে যাওয়ার সড়কের কালিয়ার মোড় নামক এলাকার উত্তর বহলা গ্রামের ইসলাম আলী ওরফে সাবুর বাড়ি সংলগ্ন পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত শুভ চন্দ্র শীল ও তাঁর ভাই মিলে বিরল উপজেলার কাঞ্চনে নিজস্ব সেলুনে নরসুন্দরের কাজ করত। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সেলুনে ছিল। সে দুপুরের পর জনৈক বন্ধুর সাথে সেলুন থেকে বাহির হয়ে আসে আর সেলুনে ফিরে আসেনি। সেলুন বন্ধ করে বাড়িতে গিয়েও শুভকে দেখতে না পেয়ে তাঁর মুঠোফোনে যোযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায় বলে জানান। পরের দিন সোমবার সকালে কাঞ্চন রেল স্টেশন হতে কাঞ্চন মোড়ে যাওয়ার সড়কের কালিয়ার মোড় নামক এলাকার উত্তর বহলা গ্রামের ইসলাম আলী ওরফে সাবুর বাড়ি সংলগ্ন পুকুরে ভাসমান এক যুবকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে বিরল থানার পুলিশ ওই পুকুর থেকে ভাসমান ওই যুবকের লাশ উদ্ধার করে। এমন সংবাদ পেয়ে স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করে। শুভ চন্দ্র শীলের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ তাঁকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে লাশ পুকুরে ফেলে চলে গেছে। এ ঘটনায় নিহতের বড়ভাই লিটন চন্দ্র শীল বাদী হয়ে আটক তপুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনে বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা নং-৫ দায়েল করেছে। বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, জিজ্ঞাসবাদের জন্য তপু চন্দ্র শীল (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে তেঘরা মহেষপুর গ্রামের মহাদেব চন্দ্র শীলের ছেলে।