বিরল, দিনাজপুর প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমন বিস্তাররোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের ৩য় দিনে বিরলে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থা। গতকাল শনিবার সকাল থেকেই বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা, বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মোহাম্মদ সোয়াইব, বিরল থানা অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম এর সাথে পুলিশ ও আনসার যৌথভাবে অভিযান পরিচালনা করেন। দুপুরে বিরলের লকডাউন পরিস্থিতি পরিদর্শনে আসেন- দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন, এ্যাডিশনাল এস.পি (সদর সার্কেল) সুজন সরকার, এ্যাডিশনাল এস.পি (অপরাধ) মমিনুল করিম, এ্যাডিশনাল এস.পি (প্রশাসন) সচিন চাকমাসহ দিনাজপুর ডিবি পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে অহেতুক ঘোরাঘুরির কারনে ১ টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিরল উপজেলা নির্বাহী অফিসার মাহামুদা সুলতানা বলেন-কঠোর লকডাউন বাস্তবায়নে যথারীতি আমরা যৌথভাবে কাজ করছি। জন সমাগম এড়াতে পারলেই করোনা সংক্রমনের হার কমে যাবে। বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান- সরকারী বিধি নিষেধ প্রতিপালনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথ ভাবে কাজ করছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। আটককৃত মটরযানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।