বিরল, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ দীর্ঘ দুই ঘন্টা অভিযান চালিয়ে খুচরা সার ব্যবসায়ী তারিফের পুরাতন বাড়িসহ স্বজনদের বাড়ি বাড়ি তল্লাশী করে ৯১ বস্তা সার জব্দ করেছে। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জগতপুর টিগরীপাড়া মোড়ে খুচরা সার ব্যবসায় তারিফের স্বজনদের বাড়িতে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সংবাদ পেয়ে খুচরা সার ব্যবসায়ী তারিফ দোকান বন্ধ করে বাড়ির লোকজনসহ আত্মগোপন করায় তারিফের দোকানের গোডাউন ও বাড়ির গোডাউন তালাবদ্ধ থাকায় তল্লাশী করেনি প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে তারিফের স্বজনদের বাড়ি তল্লাশী করতে গিয়েও প্রশাসন বাড়ির প্রবেশ দরজায় তালাবদ্ধ থাকায় প্রশাসন কিছুটা বিব্রতর অবস্থায় পরেন। তারপরেও হাল ছাড়েনি প্রশাসন জগতপুর গ্রামের পোড়াপাড়ায় তারিফের বাড়িতে ৪ বস্তা এমওপি (পটাশ) ও তাঁর পুরাতন বাড়িতে ২১ বস্তা এমওপি (পটাশ), স্বজনদের মধ্যে মনুর বাড়িতে ৩০ বস্তা এমওপি (পটাশ), সাইদুর রহমান অদুর বাড়িতে ৪০ বস্তা এমওপি (পটাশ) ও মোক্তার আলীর বাড়ি থেকে ৪ বস্তা ডেব ও ৪ বস্তা এমওপি (পটাশ) সার জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ খুরশেদ হাসান, স্থানীয় জনপ্রতিনিধি রুহুল আমীনসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, খুচরা সার ব্যবসায়ী তারিফ কৃষি অফিসের তালিকাভুক্ত সার ব্যবসায়ী নয়। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত সারগুলি সাধারন কৃষকদের মাঝে সরকারি মুল্যে বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা করা হচ্ছে।