বিরল, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল পৌরসভার ৩৭ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ২৪১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর উন্মুক্ত ওই বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১ কোটি ৬ লাখ ৬১ হাজার ৭৪১ টাকা এবং উন্নয়ন আয় ৩৬ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ হাজার ৬১ টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। বিরল উপজেলা পরিষদ হলরুমে গতকাল গতকাল বৃহস্পতিবার সকালে পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে ও ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবুর পরিচালনায় উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রূপালী বাংলা জুট মিল লিমিটিডের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাাদক মোশারফ হোসেন, পৌর লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুর জামান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হাসান, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শমসের আলী প্রমুখ বক্তব্য রাখেন।
উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান, কাউন্সিলর ও প্যানেল মেয়র চন্দ্র কান্ত রায়, কাউন্সিলর মোবারক হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান, আরিফুল ইসলাম, নারী কাউন্সিলর সেলিনা পারভীন, বিশিষ্ট শিল্পপতি রকিবুল ইসলাম বাবু, সুলতান মাহমুদ চৌধুরী, সাংবাদিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর সমাপনি বক্তব্যে গোষিত বাজেট বাস্তবায়নে সর্বস্তরের সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করে সভা সমাপ্তি ঘোষনা করেন।