বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার আয়োজনে ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ এপ্রিল) পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক। এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, সুধীজন, দলীয় সমর্থকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাউশগাড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদের পরিচালনায় ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি, কল্যাণ ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।