বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
বিরামপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌর শহরের কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১২ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন -এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা মোড়ে অবস্থিত রাজু ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা, সরকারি হাসপাতালের দক্ষিণে অবস্থিত মডার্ন হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা এবং নিউ মডার্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা, মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মডার্ন হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত একজন ভুয়া নার্সকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, স্যানেটারী পরিদর্শক ইসমাইল হোসেন, পুলিশের উপ-পরিদর্শক আমীর হোসেন সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন উপস্থিত সাংবাদিকদের জানান, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে আসা রোগীদের হয়রানি বন্ধে এবং সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এধরনের অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান জানান, মানুষের প্রাপ্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে রোগীরা যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্য সেবা পায়, সেজন্য নিয়মিত তদারকির ব‍্যবস্থা করা হয়েছে।

 

বিরামপুর উপজেলায় নিবন্ধিত ৯টি ক্লিনিক ও ২০ টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ