বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর ছোট শাখা যমুনা নদীতে গোসল করতে নেমে রাব্বী (২০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে। গত বুধবার (২২ জুন) বিকেল ৪টায় গোসলের উদ্দেশ্যে পৌর শহরের পশুহাট সংলগ্ন কাঠের ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন ওই শ্রমিক। নিখোঁজ রাব্বীর বাড়ী নীলফামারী জেলার মিলন পল্লীতে। সে বিরামপুর পদ্মকলি সুইটস এ শ্রমিক হিসেবে কাজ করত। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ডুবরী দল নদীতে তল্লাশী অভিযান করছেন। এছাড়াও স্থানীয়দের মধ্যে অনেকে নদীতে নেমে নিখোঁজ ছেলেটিকে খোঁজাখুঁজি করছেন।