বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে সিধু-কানু-চাঁদ-ভৈরব স্বরণে ১৭০ তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ৯ টায় উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে শ্যামপুর আদিবাসী একাডেমি প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি সুশীল হাঁসদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক কারলুশ মার্ডী বিজয়, সহ-সভাপতি মুকুল হাঁসদা ও পল্টু হাঁসদা, দিশাম পারগানার কেরোবিন হেমব্রম প্রমূখ।
আলোচনা সভা শেষে আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৮৫৫ সালের ৩০ জুন ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, দমন-পীড়ন ও লুন্ঠনের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল সাঁওতাল বিদ্রোহ- হুল। এরপর থেকে আদিবাসীরা প্রতিবছর ৩০ জুন হুল দিবস তথা সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করে আসছে।