নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ
একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন বিশ্ব পরিবেশ দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে কেরানীগঞ্জে আলোচনা সভা ও গাছের চারা বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির আগানগরস্থ কার্যালয়ে এ আলোচনা সভা ও গাছের চারা বিতরন অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন ফর ল্যান্ড রিফরম এ্যন্ড ডেভেলপমেন্ট(এএলআরডি)র সহযোগিতায় বেসরকারি সেবাসংস্থা কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি ও কেরাণীগঞ্জ মহিলা উন্নয়ণ সমবায় সমিতি লিঃ আয়োজিত এ আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহি কর্মকর্তা সৈয়দা শামীমা সুলতানা। সভায় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, সমবায় অফিসার তাসলিমা আক্তার, সমবায় ইন্সপেক্টর মো.রফিকুল ইসলাম,উপজেলা তথ্যআপা নাজনিন নাহার, খন্দকার ফজিলাতুন্নেছা, আফরোজা বেগম, চঞ্চলা বর্মন, বীণা রাজবংশী, মুক্তি শীল প্রমুখ। এসময় স্থানীয় শতাধিক লোকের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরন করা হয়।