সুমন ভট্টাচার্য:
বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি জেলা প্রশাসক মোহাম্মদ মুফিদুল আলমের নেতৃত্বে টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ট্যুরিস্ট পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মুফিদুল আলম বলেন, “অন্ন-বস্ত্রের পাশাপাশি মানসিক বিকাশের জন্য অবকাশ অত্যন্ত প্রয়োজন। পর্যটন সে সুযোগ তৈরি করে। সঠিক পরিকল্পনা, অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ময়মনসিংহ অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করা সম্ভব। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ পর্যটন উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
এ বছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ছিল Tourism & Sustainable Transformation টেকসই উন্নয়নে পর্যটন।”