মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনার বিষখালী নদীতে বড়শীতে ধরা পড়লো বিশাল আকারের পাঙ্গাশ মাছ। বরগুনায় বিষখালী ও পায়রা নদীর পাঙ্গাশ মাছ দেশ জুড়ে কদর রয়েছে খেতে অনেক সুস্বাদু হয় বলে।
জানাগেছে আজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর ভোর বেলায় বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকায় জেলের বড়শীতে ধরা পড়ে সাড়ে ১৬ কেজি ওজনের নদীর পাঙ্গাশ মাছ। মাছটি ধরার পর বরগুনা শহরের খাবার হোটেল মালিক মজিবর রহমানের হোটেলে নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। তিনি ঐ জেলের কাছ থেকে ১৪ হাজার ৮শত পঞ্চাশ টাকায় ক্রয় করেন।
বরগুনা শহরের ব্যবসায়ী জাকির হোসেন মিলু জানান, বরগুনার পায়রা ও বিষখালী নদীর পাঙ্গাশের অনেক ঐতিহ্য রয়েছে। এখানকার নদীর পাঙ্গাশের স্বাদ কখনো পরিবর্তন হয়না। বরগুনা ছাড়াও দেশের বিভিন্ন বড় বড় শহরে নিয়ে এখানকার পাঙ্গাশ বিক্রি হয়। অনেক দিন পর এরকম বড় সাইজের মাছ বরগুনায় দেখতে পাওয়া গেল।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ