চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে কলেজছাত্রী প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় প্রেমিক চিন্ময় চক্রবর্তী (২৩) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে চিরিরবন্দর থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, আটককৃত চিন্ময় চক্রবর্তী ঐ কলেজ ছাত্রীকে কলেজ যাওয়ার পথে একাধিক বার প্রেমের প্রস্তাব দেয় এবং মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে মোবাইল ফোনে কথা বলে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে ঐ কলেজ ছাত্রীকে কথা বলার জন্য বাড়ীর বাহিরে ডাকে, সেই কলেজ ছাত্রী বাড়ীর বাহিরে বের হওয়া মাত্র চিন্ময় চক্রবতী ও তার দুই বন্ধু মিলে সেই কলেজ ছাত্রীকে অপহরণ করে দিনাজপুর সদর উপজেলার অজ্ঞাতনামা স্থানে নিয়ে ধর্ষন করে। ওইদিন আনুমানিক বিকাল ৪টায় সেই কলেজ ছাত্রীকে বাড়ী হইতে একটু দুরে গাড়ী হইতে নামিয়ে দিয়ে চিন্ময় চক্রবর্তী পালিয়ে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে সেই কলেজ ছাত্রী তার পরিবারকে জানায় এবং চিন্ময় চক্রবর্তীকে বিয়ের চাপ দিলে সে যোগাযোগ বন্ধ করে। এরপর গত ২ সেপ্টেম্বর সকালে কলেজ ছাত্রী বিয়ের দাবীতে চিন্ময় চক্রবর্তীর বাড়ীতে অবস্থান করে। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে চিন্ময় চক্রবর্তী বাড়ী হতে পালিয়ে যায়। পরে চিন্ময় চক্রবর্তীসহ তার পরিবার বিষয়টি নিয়ে ভিয়াইল ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে সেই কলেজ ছাত্রী ও প্রেমিক চিন্ময় চক্রবর্তীকে চিরিরবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর দাদা খিরত চন্দ্র রায় গত ৩ আগস্ট শনিবার বিকেল ৬ টায় বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ সে মামলায় আটককৃত চিন্ময় চক্রবর্তি আদালতে প্রেরণ করে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, “এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর দাদুর করা মামলায় ধর্ষক চিন্ময় চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।