বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
বীরগঞ্জে বর্ষা ন্যাজারিন খ্রীস্টান মিশন ক্যাম্পাসে দাওয়াতের অনুষ্ঠানে সংঘর্ষে দু’পক্ষের ১১ জন আহত হয়েছে। উপজেলা সদর সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার জানান, গত ৫ জুন দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম ফিরোজ আলমকে সাথে নিয়ে বর্ষা গ্রামের খ্রীস্টান মিশন ক্যাম্পাসে দাওয়াতের অনুষ্ঠানে যান। মিশন ক্যাম্পাসে আগত খ্রীস্টান ভক্তদের কাছে জানতে পারেন যে, একজন বিদেশী ডোনার ও একজন বাংলাদেশী পরিচালক যৌথনামে মিশনের বেশকিছু জমি কেনা হয়। আশ্রয় দেওয়া হয় বেশকিছু অনাথ / এতিম, জমির উৎপাদিত ফসল ও বিদেশী ডোনারে অর্থে সুচারু ভাবে চলছিল তাদের জীবন ও শিক্ষা কার্যক্রম। বেশ কয়েক বছর চলার পর বিদেশী ডোনারের মৃত্যু হয়। আপনা থেকেই বন্ধ হয়ে যায় বিদেশী ডোনেশনের অর্থ। অনাথ / এতিম ও জমিসহ সার্বিক দায়িত্বে নিয়োজিত জেমস বারই ধীরে ধীরে অনাথ / এতিম বিদায় করে দেয়। তিনি নিয়োজিত কর্মকর্তা হিসেবে প্রায় ১৬ বিঘা জমি দুলাল হোসেন মেম্বার সহ ৪ জনের কাছে ৬ বছরের জন্য লিজ প্রদান করে দখল ছেড়ে দেয়। দুলাল হোসেন মেম্বারের নেতৃত্বে ওই জমি বিভিন্ন ব্যাক্তির কাছে বছর ঠিকা দেওয়া হয়। এরপর দুলাল হোসেন মেম্বারের মৃত্যু হয়।
বাংলাদেশী পরিচালক তার একজন আত্মীয়কে বর্ষা ন্যাজারিন খ্রীস্টান পল্লীর সমস্ত সম্পত্তি পাওয়ার অব এটোনী করে দিয়ে বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যান। বর্ষা ন্যাজারিন খ্রীস্টান পল্লীর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা জেমস বারই ও মালিক পক্ষের পাওয়ার অব এটোনী মানিক রায়ের ক্ষমতার দন্ধ শুরু হয়। সম্ভবত এই সমস্যা নিরশনের জন্য মিশনের পক্ষে দাওয়াতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের দাওয়াৎ খাওয়া শেষে দু’পক্ষের সংঘর্ষ বাঁধলে ১১ জন আহত হয়। আহতরা হচ্ছেন হেলাল, সোহেল, রাসেল, বেলাল, সামাদ, রবিউল, আনিস, সাইদুল, রহমত ও সাজেদুর সহ ১১জন। এলাকাবাসি আহতদের মিশন ক্যাম্পাসে আটকে রেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে একই স্থান থেকে ২টি পরিত্যাক্ত মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ৩জন দিনাজপুর এম মেডিকেল কলেজ হাসপাতাল, ২জন কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৬জন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ৭ জুন সকালে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।