শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়া সড়কে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন ও ৪ জনের অবস্থা আসংখাজনক। এ ঘটনার পর শরীয়তপুর- নড়িয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শরীয়তপুর- নড়িয়া সড়কের সদর উপজেলার বালাখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পাথরের কংক্রিটবোঝাই ট্রাকটি নড়িয়ার যাওয়ার চলাচলের জন্য বিকল্প বেইলি ব্রিজটি পার হচ্ছিল। এ সময় ব্রিজটি ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয় ও ৪ জন আহত হয়।নিহত ও আহতরা সবাই পাশে নতুন ব্রিজ নির্মানের শ্রমিক ছিলো।
ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন,বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পরার ঘটনা শুনে তাৎখনিক উদ্ধারের জন্য পুলিশ পাঠিয়েছি।ঘটনা স্থান এখন আমাদের পুলিশ আছে।