বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস উল্টে পুকুরে চালকসহ নিহত-৪, আহত-৫০

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু; রংপুর

রংপুরের পীরগাছায় বৌভাতের অনুষ্ঠান থেকে  ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতরা রংপুর মেডিকেল কলেজ (রমেক)  হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গতকাল বুধবার রাত ১১ টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পীরগাছা উপজেলার সৈয়দপুর ও দেউতি বাজারের মাঝামাঝি বেলতলী জব্বারের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শান্তা রানী-৫০, অমৃত বালা-৮০, লক্ষী রানী (৩৫) ও বাস চালক টুটুল আহমেদ (৫০) নিহত হয়েছে। ২ নারী ১ শিশু ও ১ বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নিহতদের আত্মীয়, নব-বধুর কাকা শ্রী হরিপদ শীল ও পলাশ চন্দ্র।

ফায়ার সার্ভিস প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, রংপুর মহানগরীর নজিরেরহাট চন্দন পাট বাবু পাড়া এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৬০ থেকে ৬৫ জন যাত্রী, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে, রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেলতলা মোড় জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে রংপুর থেকে পীরগাছাগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ফায়ারসার্ভিসে কল দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই জনের লাশ উদ্ধার করেন। এবং স্থানীয়দের সাথে নিয়ে পুকুরে পরে থাকা বাসটিকে সোজা করে রাখেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী, দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, গতকাল (বুধবার) রাত আনুমানিক ১১ টার দিকে সুন্দরগঞ্জ বেলকা  থেকে ফেরার পথে, দেউতি বাজার সংলগ্ন জব্বারের দোকানের পাড়ে একটি বাস উল্টে পুকুরে পরে ৩ জন নিহত হয়, এবং আহত অন্তত ৫০ জন। আজ খবর পেয়েছি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাসের চালকসহ ৪ জন মারা গেছেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

Contact with your
Creative & Technology Partner