বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলীতে বরের অমতে পরিবারের অভিবাবকরা বিয়ে দেয়ায় বউ পছন্দ না হওয়ায় বিয়ের দুই দিন পর বৌভাতের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কামাল হাওলাদার (২৫) নামের এক যুবক। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে বরগুনা মর্গে প্রেরণ করেছে। ৬ জুলাই (বুধবার) উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ জুলাই সোমবার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের রাজ্জাক হাওলাদারের বড় ছেলে কামাল হাওলাদারের অমতে তার পরিবার একই উপজেলার টিয়াখালী গ্রামে বিয়ে করিয়ে বৌ তুলে বাড়ীতে নিয়ে আসে। কামাল পেশায় একজন কৃষক ছিলো। ৬ জুলাই বুধবার ছিল কামালের বাড়ীতে বৌভাতের আয়োজন করা হয়। বুধবার সকালে কামাল বিয়ে নিয়ে তার পরিবারের সসদস্যদের সাথে অভিমান করে কাউকে কিছু না বলে বাড়ী থেকে চলে যায় । এরপর তার মোবাইলটি বন্ধ ছিল। দুপুরে পরিবারের মহিলা সদস্যরা বর-কনেকে গোসল করানোর প্রস্তুতি নিয়ে কামালকে খোঁজ করে কোথায়ও পায়নি। কামালকে না পেয়ে তার ব্যবহৃত মোবাইলে কল দেয়। এ সময় তার মোবাইলটি বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে বাহিরে খুঁজতে থাকে। বুধবার বিকেল ৫টার দিকে কামালের বাড়ী থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি বিলের মাঝে রেইন্ট্রি গাছের সাথে গলায় রশি পেচানো অবস্থায় কাউকে ঝুলে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা কামালকে সনাক্ত করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে কামালের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কামালের পরিবার ও এলাকাবাসী জানায়, কামাল একটু রাগি চরিত্রের ছিলো। অল্পতেই মাথা গরম করে ফেলতো। মেয়ে আগে তাকে না দেখিয় পরিবারের লোকজন তাকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের আসরে বউ তার পছন্দ হয়নি। বাড়ী আসার পর পরিবারের সদস্যদের এ নিয়ে তার বিরোধ হলে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে বর কামালের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন,পরিবারের কাছ থেকে জানাগেছে, কামালের একটু রাগ বেশী ছিলো, হঠাৎ রেগে যেত।