ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় জমিজমা বিরোধের জের ধরে প্রবাসীকে বিভিন্নভাবে হয়রানী ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী সৌদী প্রবাসী সবুজ মিয়াসহ এলাকার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সবুজ মিয়া, পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, রেশমা বেগমসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শহরের শিমরাইলকান্দি এলাকার তানজিনা বেগম ও তার স্বামী আলমগীর মিয়া, নূর জাহান গং দীর্ঘদিন যাবৎ তাকে বিভিন্নভাবে হয়রানীসহ প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। গত অক্টোবর মাসে সৌদী প্রবাসী সবুজ মিয়া তার শিমরাইলকান্দি (হাজী বাড়ি) এলাকায় ৫ শতক পৈত্রিক ভূমিতে ভবন নির্মাণকাজ শুরু করলে তানজিনা ও আলমগীর গং ৫ লাখ টাকা চাঁদা দাবী করে অন্যথায় কাজ বন্ধ রাখার হুমকী দেয়।
এ সময় তারা প্রানণাশের হুমকী, মামলাসহ ভয়ভীতি দেখালে প্রবাসী সবুজের মা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ৫ই জানুয়ারি মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে তিনি নিরাপত্তার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সঠিক তদন্তসহ দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।