সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খাল দখল করে জেলা ট্রাক মালিক সমিতির ইমারত নির্মাণের দায়ে দশ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। ২১ জুন সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সনের ৭ এর ধারা অনুযায়ী অবৈধভাবে খাল (সরকারি) ভরাট করায় প্রতিষ্ঠানকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক সমিতি (সভাপতি মহসিন)কে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ে জরিমানাকৃত অর্থ দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও সতর্ক করা হয়। বিষয়টি সত্যতা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল আমিন আমাদের কণ্ঠকে জানান, জেলা ট্রাক মালিক সমিতি অবৈধভাবে সরকারি খাল দখল করে ভরাট ও ইমারত নির্মাণ করেছে যা খুবই গর্হিত অন্যায়।
এরই প্রেক্ষিতে তাদেরকে নোটিশ করা হলে সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। কত দিনের মধ্যে জরিমানা আদায় করতে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদেশকৃত অনুলিপি এখনো হাতে আসেনি, হাতে আসলে আমরা বলতে পারবো কত দিনের মধ্যে জরিমানা আদায় করতে হবে। উল্লেখ্য, জেলা শহরের মেড্ডা মৌজায় ৫৪২ এসএ দাগে (সাবেক দাগ) ও ৩ নম্বর খতিয়ানে ৩ একর ৩০ শতক জায়গা আছে যা বর্তমানে ১ নম্বর খাস খতিয়ানভূক্ত। সেখানে কোকিল টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে ৫২ শতকের বেশি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিজস্ব জলাভূমি অবৈধভাবে দখলে নিয়ে ভরাট করে জেলা ট্রাক মালিক সমিতি তাদের নিজস্ব কার্যালয় নির্মাণ করেছে যা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। এর ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং জেলা ট্রাক মালিক সমিতিকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে সোমবার উপস্থিত হওয়ার জন্য নোটিশ করলে তাদের উপস্থিতিতে এ আদেশ জারি করা হয়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার আরো ৫টি প্রতিষ্ঠানকে ছাড়পত্রবিহীন ও শর্ত ভঙ্গ করার কারণে অর্থনৈতিক জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নবীনগর উপজেলার মেসার্স প্রভাতী ব্রিক্স ম্যানুঃ ছাড়পত্র না থাকায় পঞ্চাশ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরীর মেসার্স মুন্নী কেমিক্যাল ইন্ডাস্ট্রিকে বিশ হাজার টাকা, আলম কেমিক্যাল এন্ড স্যুপ ইন্ডাস্ট্রিকে বিশ হাজার টাকা, আরমান কেমিক্যাল এন্ড স্যুপ ইন্ডাস্ট্রিকে বিশ হাজার টাকা এবং আরশি মেটালকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।