সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে কারেন্ট জাল, নিষিদ্ধ জেলিযুক্ত চিংড়ি মাছ, ইন্ডাস্ট্রিয়াল কেমিকেলযুক্ত রং মেশানো শিং কৈ মাছ জব্দ, টাকি ও গজার মাছের পোনা জব্দ করে অবমুক্ত করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য অফিস। ১২ জুন শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামছু উদ্দিন। প্রথমে শহরের কাউতলী নৌকাঘাট ও বাজার থেকে জেলেদের থেকে নব্বই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়ানো হয়। এ বাজার থেকে ত্রিশ কেজি নিষিদ্ধ জেলিযুক্ত চিংড়ি মাছ ও দেড় মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। আনন্দ বাজার থেকে দশ পাতিল টাকি ও গজার মাছের পোনা জব্দ করে তিতাস নদীতে অবমুক্ত করেন, কেমিকেল মিশ্রিত ইন্ডাস্ট্রিয়াল রং মেশানো চার মণ শিং ও কৈ মাছ জব্দ করা হয়। মেড্ডা বাজার থেকেও নিষিদ্ধ জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। মেড্ডা বাজার থেকে গ্রামীণ ট্রেডার্স থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও জগৎ বাজার থেকে মারিয়া ট্রেডার্স থেকে চল্লিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়ানো হয়। এ বিষয়ে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামছু উদ্দিন আমাদের কণ্ঠ প্রতিনিধিকে জানান, আমি গত দেড় বছর থেকে সদর উপজেলায় ৩৭টি অভিযান চালিয়েছি। এর মাঝে ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। জেলিযুক্ত চিংড়ি মাছ ও ইন্ডাস্ট্রিয়াল কেমিকেলযুক্ত রং মেশানো শিং কৈ মাছে মানুষের লিভার, কিডনী, ফুসফুস জনিত রোগ হয়ে থাকে যা থেকে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
বৃহস্পতিবার, জুন ১
সংবাদ শিরোনাম
- জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
- লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
- দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
- কমলগঞ্জে অভিনব কায়দায় সিএনজি চুরি : কৌশলে নগদে টাকা আদায়
- রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা
- এনবিআরের দাবি করা কর দিতে হবে ড. ইউনূসকে
- কাউকে জেতানো বা পরাজিত করা ইসির দায়িত্ব নয়
- ভালুকায় অসংক্রামন রোগের কারণ ও প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত