সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া :
৪১ ঘণ্টার রুদ্ধদ্বার অভিযানে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেছেন তিন সদস্য তদন্ত কমিটির প্রধান ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল এএসপি মোজাম্মেল হক রেজা। হাজারো উৎসুক জনতার উপস্থিতিতে সকাল ৮টা থেকে ডুবুরি দলের সহায়তায় স্থানীয় পদ্ধতিতে চেন টেনে বেলা ১১টায় নৌকাটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর নৌকার ভেতরে অবশিষ্ট কোনো মরদেহ পাওয়া যায়নি এবং কোন নিখোঁজের দাবিদার না থাকায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন। উদ্ধার অভিযানে ডুবুরি দলের সাথে যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও বিআইডবিøউটিএ। এসময় তদন্ত কমিটির প্রধানসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৭ আগস্ট, শুক্রবার বিকালে বিজয়নগরের চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটমুখী যাত্রীবাহী একটি নৌকা বালুবাহী বাল্কহেড ট্রলারের সাথে মুখোমুখি সংর্ঘষে ডুবে যায়। এতে ১৭ জন নারী শিশুসহ ২২ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর থেকে বিল পাড়ে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে।