সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নদী নিরাপত্তার সামাজিক সংগঠন “নোঙ্গর” মধ্যপাড়া ইউনিটের যাত্রা শুরু করেছে।
গত শুক্রবার ০৪ জুন নোঙর ও মধ্যপাড়া যুব সমাজের যৌথ উদ্যোগে ” নদী ও পুকুর রক্ষা” কর্মসূচির অংশ হিসেবে বর্ডার বাজার পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এলাকার একদল উদ্যমী সচেতন তরুণদের নিয়ে এলাকার রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতায় পৌরসভাকে সহযোগিতা ও পুকুর রক্ষায় বীরদর্পে কাজ করেছে এই ইউনিট। এখন থেকে প্রতি সপ্তাহে শুক্রবার সকালে এ ইউনিট মধ্যপাড়ার বিভিন্ন অংশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে বলে জানা গেছে। নোঙর ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করার পর থেকে শহরের বিভিন্ন মহল্লার তরুণদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ইউনিট কাজ করে যাচ্ছে। এর মধ্যে শিমরাইলকান্দি রাজঘাট ইউনিট অন্যতম। রাজঘাট ইউনিটের সহযোগিতায় মধ্যপাড়া ইউনিটের পরিচ্ছন্ন কাজ একধাপ এগিয়েছে। এ বিষয়ে ৫নং ওয়ার্ড কমিশনার এম এ মালেক চৌধুরী নোঙরকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। যে কোন কাজ যুব সমাজের হাতে আসলে তার সফলতা নিশ্চিত। যুব সমাজের হাতেই সকল সৌন্দর্য। আশা করছি সকলের সহযোগিতায় আমাদের পুকুরগুলো আবার তার প্রাণ ফিরে পাবে।
এ বিষয়ে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ বলেন, নোঙর নদীর কথা বলে, নোঙর প্রাণ-প্রকৃতির কথা বলে, নোঙর দেশের কথা বলে, প্রতি শুক্রবার মধ্যপাড়া নোঙর জেলা কমিটি সর্বদা পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, কবির মিয়ায়, শামীম মিয়া, সোহেল আহাদ, আবদুল আলীম, সাইফুল আজিজ সোহেল, আবদুল কারিম, হাসিব হাসান, পাপন রহমান, তমাল, পাবেল, চয়ন, তানবীর, বাবু। আয়োজনটি সফলতা করতে সার্বিক ভূমিকা পালন করেন এহতেশাম জনি।
শুক্রবার, ফেব্রুয়ারি ৩
সংবাদ শিরোনাম
- ভালোবাসা দিবসের নাটক “গল্পটা মজনু’র”
- ফকিরহাটে ২০ হাজার টন চাল জব্দ
- বরগুনায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে ভ্যাট অফিসের কর্মচারী, কর্মকর্তারা, বিপাকে ব্যবসায়ীরা
- ময়মনসিংহে আলোচিত বাবা-ছেলে খুনের ২৪ ঘন্টায় গ্রেফতার ৪
- গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
- আইএমএফ ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন
- মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না: শিক্ষামন্ত্রী