ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এর নেতৃত্বে আদালতে প্রাঙ্গণে বিপুল পরিমাণে মাদক ধ্বংস করা হায়। গত ১৫সেপ্টেম্বরে বুধবার বিকাল ৪.৩০মিনিটে এ মাদক ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদক ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট জাহিদ হোসাইন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোলার চাপা দিয়ে ও আধুনিক চুল্লিতে অগ্নিসংযোগ করে এই মাদক ধ্বংস করা হয়। মাদকের পরিমাণ গাজা ৩০৫ কেজি ১৯৫ গ্রাম, যার মূল্য ৪৫,৭৭,৯২৫ টাকা, ফেনসিডিল ৩২০ বোতল যার মূল্য ২, ৫৬, ০০০ টাকা, ইয়াবা ৪৪৯৫ পিছ যার মূল্য ১৩, ৪৮, ৫০০ টাকা, ইস্কফ ১৫৫৬ বোতল যার মূল্য ৯,৩৩,৬০০ টাকা, বিয়ার ১৮৬ ক্যান যার মূল্য ১, ৮৬, ০০০ টাকা, ভারতীয় বাজি ১০৮৩টি যাহার মূল্য ৫৪, ১৫০টাকা, ধ্বংসকৃত আলামতের সর্বমোট মূল্য ৭৩, ৫৬, ২৭৫ টাকা। মাদক আলামত ধ্বংসের সময় কোট পুলিশ সদস্যরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।