সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মাদক মামলায় মহেব আলী (৪৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গত ২১ জুন, সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাকিম সাবেরা সুলতানা খানম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মহেব আলী উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের বাসিন্দা। একই মামলায় অভিযুক্ত আরও আটজনের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- নলগড়িয়ার সামসু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও ফারুক, একই এলাকার রূপ মিয়ার ছেলে শরীফ, জানু মেকারের ছেলে মানিক মিয়া, শের আলীর ছেলে বোরহান উদ্দিন, মেরাশানীর মৃত তাহের মিয়ার ছেলে জুবায়ের মিয়া, গিয়াস মিয়ার ছেলে মানিক মিয়া ও জজ মিয়ার ছেলে সাচ্চু মিয়া। মামলার শুনানির সময় আসামি পক্ষে আইনজীবী উম্মে শবনম মুস্তারী মৌসুমী এবং সরকার পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শরিফুল ইসলাম উভয়ে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ ৯ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার আদালতের রায়ে একজনকে যাবজ্জীবন ও আটজনকে বেকসুর খালাস দেয়া হয়।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত